Search This Blog

Tuesday, May 9, 2017

ছোটবেলার বাহুবলী আসলে মেয়ে!

ভারতের প্রথম ও একমাত্র ১০০০ কোটি রুপি আয়
করা সিনেমা ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ বা ‘বাহুবলী ২’
বক্স অফিসে যে ঝড় তুলেছে, তা আরও বেশ
কিছুদিন চলবে বলেই মনে হচ্ছে। আর এই
ঝড়ের ফাঁকে ফাঁকে ছবির সম্পর্কে পাওয়া যাচ্ছে
নিত্যনতুন সব খবর। গণমাধ্যমকর্মীরাও এই সিনেমার
থলে থেকে খুঁচিয়ে বের করছেন চমকপ্রদ
সব তথ্য। সম্প্রতি দক্ষিণ ভারতের এক আঞ্চলিক
পত্রিকায় প্রকাশিত হয়েছে ‘বাহুবলী ২’ সম্পর্কে
মজার এক তথ্য। এই ছবিতে মহেন্দ্র বাহুবলীর
চরিত্রে অভিনীত প্রভাসের ছোটবেলার যে
দৃশ্যগুলো আছে, সেখানে কাজ করেছে একটি
মেয়েশিশু। মেয়েটির নাম অক্ষিতা বালসান।
অক্ষিতা বালসানকে নিয়ে যখন ‘বাহবলী ২’-এর শুটিং
করা হয়, তখন ওর বয়স মাত্র ১৮ দিন। অক্ষিতার বাবার নাম
ভালসান ও মা স্মৃতি। ভালসান এই সিনেমার কেরালা
অংশের শুটিংয়ের সময় প্রডাকশন নির্বাহী হিসেবে
কাজ করেছেন। পরিবার নিয়ে তিনি কেরালাতেই
থাকেন। আর সেই সুবাদেই অক্ষিতা এই ব্লকবাস্টার
ছবিতে মুখ দেখানোর সুযোগ পেয়েছে।
সূত্রটি জানায়, এই শিশুর দৃশ্য ধারণ করতে সময়
লেগেছিল পাঁচ দিন।
কিছুদিন আগে এই সিনেমার নায়ক প্রভাসের
কোলে একটি ছেলে শিশুর ছবি ইন্টারনেটে
ভাইরাল হয়। সে সময় অনেকেই দাবি করেছিলেন,
এই শিশুটি সিনেমায় প্রভাসের শিশু সময়ের অংশে
কাজ করেছে। কিন্তু তথ্যটি সঠিক নয়। আসলে
মেয়েশিশু অক্ষিতাকেই দেখা গেছে ‘বাহুবলী
২’ ছবিতে বাহুবলীর শৈশবের অংশে। ইন্ডিয়ান
এক্সপ্রেস।


Saturday, May 6, 2017

একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা আজ ভর্তির জন্য কলেজ ঠিক করে দেবে শিক্ষা বোর্ড

এবারও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের
ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা
হবে। তবে একজন শিক্ষার্থী অনলাইন ও
এসএমএসে সর্বোচ্চ ১০টি কলেজে
আবেদনের সুযোগ পেলেও তার পছন্দক্রম ও
যোগ্যতা অনুযায়ী ভর্তির জন্য একটি কলেজ ঠিক
করে দেবে শিক্ষা বোর্ড।
গতবার একজন শিক্ষার্থী যতগুলো কলেজে
ভর্তির জন্য আবেদন করেছিল, তার সব কটির
মেধাক্রম করে দিয়েছিল শিক্ষা বোর্ড। সেখান
থেকে আসন অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করেছিল
কলেজগুলো। এতে একধরনের বিশৃঙ্খল
পরিস্থিতির সৃষ্টির ফলে শিক্ষার্থীরা ভোগান্তিতে
পড়েছিল। বিশেষ করে অপেক্ষমাণ তালিকায় থাকা
শিক্ষার্থীদের বেশি সমস্যায় পড়তে হয়েছিল।
তখন কলেজ পরিবর্তন করলেও অধিকাংশ শিক্ষার্থী
ছেড়ে যাওয়া কলেজ থেকে ভর্তির টাকা ফেরত
পায়নি।
জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও
উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন গতকাল
শনিবার প্রথম আলো কে বলেন, নীতিমালায় তিনি
সই করেছেন। শিক্ষামন্ত্রীর অনুমতিক্রমে
২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তির নীতিমালা আজ
রোববার জারি হতে পারে।
গত বৃহস্পতিবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল
প্রকাশিত হয়েছে। এতে ১০ বোর্ডের
অধীনে ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন পাস করেছে।
জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ জন। এর
মধ্যে আট বোর্ডের অধীন এসএসসিতে
জিপিএ-৫ পেয়েছে ৯৭ হাজার ৯৬৪ জন। ফল
প্রকাশের পর এসব শিক্ষার্থী ও তাদের
অভিভাবকেরা পছন্দের কলেজে ভর্তি নিয়েই
চিন্তায় আছেন। কারণ আসনস্বল্পতার কারণে এবারও
জিপিএ-৫ পেয়েও অসংখ্য শিক্ষার্থী পছন্দের
কলেজে ভর্তি হতে পারবে না।
তবে আসনের কারণে কেউ ভর্তির বাইরে
থাকবে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
ঢাকা শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা প্রথম
আলো কে বলেন, এবার বোর্ড থেকে
কলেজ ঠিক করে দেওয়ার পর ১৮৫ টাকা ফি দিয়ে
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ওই কলেজে ভর্তির
নিশ্চয়তার কথা জানাবে, যা আগে করত কলেজ। এটা
অনেকটা ‘বুকিং’ করে রাখার মতো। কারণ একই
সময়ে সে পছন্দক্রমের মধ্যে থাকা অন্য
কলেজে যাওয়ার (মাইগ্রেশন) সুযোগ পাবে।
তবে ওই সব কলেজে আসন খালি থাকতে হবে।
তবে আসন খালি না থাকলে বোর্ড নির্ধারিত
কলেজেই শিক্ষার্থীকে ভর্তি হতে হবে।
নির্ধারিত সময়ে এই প্রক্রিয়াগুলো শেষ হলে
শিক্ষার্থী শুধু কলেজে গিয়ে চূড়ান্তভাবে ভর্তি
হবে।
প্রথম দফায় ১০টি কলেজেও যদি কোনো
শিক্ষার্থী ভর্তির সুযোগ না পায়, তাহলে আরও দুই
দফায় সে আবেদনের সুযোগ পাবে। প্রাথমিক
সিদ্ধান্ত অনুযাযী, ৯ মে থেকে আবেদন গ্রহণ
শুরু হওয়ার কথা আছে।
ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এবারও ভর্তি
কার্যক্রমে কারিগরি সহায়তা দিচ্ছে বাংলাদশ প্রকৌশল
বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
জানতে চাইলে এই কার্যক্রমের সঙ্গে যুক্ত
বুয়েটের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ প্রথম
আলো কে বলেন, এবারের পদ্ধতিটা বেশ
ভালো হচ্ছে। এতে শিক্ষার্থীদের ভোগান্তি
কমবে এবং তারা বেশি উপকৃত হবে।

Monday, May 1, 2017

সিমের তথ্য

সব সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক

সব সিমের ইমার্জেন্সি ব্যালেন্স চেক

সব সিমের ব্যালেন্স চেক