Search This Blog

Friday, January 26, 2018

সব হারানোর পর জিতল অস্ট্রেলিয়া

♦ প্রথম তিন ওয়ানডেতেই হেরেছে অস্ট্রেলিয়া

♦ ৪ রানের জন্য সেঞ্চুরি পাননি ট্রাভিস হেড

ত্রিশতম ওভারে বোলিংয়ে আদিল রশিদকে এনে

বেশির ভাগ ফিল্ডারদের ১৫ গজের মধ্যে নিয়ে এলেন
ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান। বোধ হয় ফাটকা
খেলতে চেয়েছিলেন! জয় থেকে অস্ট্রেলিয়া তখন
মাত্র ৪২ রান দূরে। হাতে ৫ উইকেট। এ অবস্থায়
তো যেকোনো কিছুই ঘটতে পারে!
ঘটানোর বেশ কাছেই পৌঁছে গিয়েছিলেন মরগান।
পরবর্তী ৭ ওভারের মধ্যে আরও ২ উইকেট তুলে
নিয়ে ভালোই চাপ সৃষ্টি করেছিলেন অস্ট্রেলিয়ার
ওপর। কিন্তু শেষ রক্ষা হয়নি। ৭৮ বল হাতে রেখে ৩
উইকেটের জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজ
খোয়ানোর পর চতুর্থ ম্যাচে স্টিভেন স্মিথের দলের
এ জয় স্রেফ সান্ত্বনার। আগের তিন ম্যাচ জিতে
আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড।
রোববার পার্থে পঞ্চম ও শেষ ম্যাচ।
প্রথম তিন ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং করেছেন ইংলিশ
ব্যাটসম্যানরা। অ্যাডিলেডে সেটা করতে পারেনি
ইংল্যান্ড। জস হ্যাজেলউড, প্যাট কামিন্স ও
অ্যান্ড্র্রু টাইয়ের পেস তোপে ৪৪.৫ ওভারে
মরগানের দল অলআউট হয়েছে মাত্র ১৯৬ রানে।
কামিন্স নিয়েছেন ৪ উইকেট, ৩টি করে উইকেট
হ্যাজেলউড ও টাইয়ের। আটে নেমে ক্রিস ওকস ৭৮
রান না করলে ইংলিশরা আরও অনেক কম রানে গুটিয়ে
যেত।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে গুটিয়ে যেতে পারত
অস্ট্রেলিয়াও! তাঁদের শুরুটাও যে ভালো হয়নি। ৭০
রানের মধ্যে ফিরেছেন ডেভিড ওয়ার্নার, ক্যামেরন
হোয়াইট ও স্টিভেন স্মিথ। ১১২ রানের মধ্যে মিচেল
মার্শও ফিরে গেলে দারুণ কিছুর ইঙ্গিত পেয়েছিল
ইংল্যান্ড। কিন্তু ট্রাভিস হেড দেখেছিলেন অন্য কিছুর
ইঙ্গিত, সেঞ্চুরির।
দলকে বিপদে দেখে একপ্রান্ত আগলে রেখে শম্বুক
গতিতে ব্যাটিং করেছেন এমনও নয়। বরং ১৫
বাউন্ডারিতে বেশ দ্রুতগতিতেই রান তুলেছেন হেড।
তাঁর ১০৫ বলের ইনিংসটি থমকে গেছে দলের জয়
থেকে হাত ছোঁয়া দূরে। ৩৫তম ওভারের দ্বিতীয় বলে
হেড যখন মার্ক উডের শিকার হলেন, জয় থেকে
অস্ট্রেলিয়া তখন মাত্র ১৭ রানের দূরত্বে। হাতে ৪
উইকেট। দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারলে সেঞ্চুরিও
হয়ে যেত হেডের।
কিন্তু সব হারানোর পর অস্ট্রেলিয়ার এ জয়ে হেডের
সেঞ্চুরি (৯৬) না পাওয়াটাই আক্ষেপ হয়ে থাকবে।
আর ইংল্যান্ডের আক্ষেপ শুধু স্বল্প স্কোরের জন্য
হেডের পর কামিন্সকে তুলে নিয়েও জয় না পাওয়া।
আর কয়েকটা রান যদি করা যেত!


Thursday, January 25, 2018

রোহিঙ্গাদের জন্য রাখাইনে বাড়িঘর করছে ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশে আসা রোহিঙ্গারা যাতে দেশে ফিরে নিরাপদে থাকতে পারে, সে জন্য মিয়ানমারের রাখাইনে বাড়িঘর তৈরি করে দিচ্ছে ভারত সরকার। বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনের সময় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন হাইকমিশনার।

হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, বাংলাদেশ সরকার
রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যে কাজ করেছে,
ভারত তার প্রশংসা করে। ভারত সরকার বাংলাদেশের অগ্রযাত্রা ও উন্নয়নে অংশীদার হয়ে কাজ করতে সব সময় প্রস্তুত রয়েছে। ভারতের ভিসা প্রক্রিয়া
সহজ করার বিষয়ে হাইকমিশনার বলেন, আগে যেখানে বাংলাদেশ থেকে প্রতিবছর ৭ লাখ মানুষ ভারতে যেত, সেখানে ভিসা প্রক্রিয়া সহজ হওয়ায় এখন তা ১৪ লাখে দাঁড়িয়েছে। বিমানবন্দর থেকে বাংলাদেশিদের জন্য ভিসাপ্রাপ্তির বিষয়টির প্রক্রিয়াও হতে পারে, যা সময়ের ব্যাপার মাত্র।

দানবীর রণদা প্রসাদ সাহা সম্পর্কে হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা বাংলাদেশে বর্বরতা ও নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে। ওই সময় দানবীর রণদা প্রসাদ সাহাকেও তারা হত্যা করে। কিন্তু তাঁর রেখে যাওয়া প্রতিষ্ঠানগুলো বেঁচে থাকবে। মানসম্পন্ন শিক্ষার জন্য কুমুদিনীর
প্রতিষ্ঠানগুলো অনন্য উচ্চতায় আসীন রয়েছে। তাঁর নিঃস্বার্থ সমাজসেবামূলক কর্ম আমাদের সবার জন্য অনুপ্রেরণা জোগাবে।’

সকাল সাড়ে ১০টায় হর্ষ বর্ধন শ্রিংলা কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছান। সেখানে কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক শ্রীমতী সাহা, পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি ও পরিচালক সম্পা সাহা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে কুমুদিনী লাইব্রেরিতে চা-চক্র শেষে ভারতেশ্বরী হোমস পরিদর্শন করেন হাইকমিশনার। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা
শারীরিক কসরত প্রদর্শন করে।

এ সময় অন্যান্যের মধ্যে ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব নবনীতা চক্রবর্তী, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ এম এ হালিম এবং কুমুদিনী হাসপাতাল ও মেডিকেল কলেজের পরিচালক দুলাল চন্দ্র পোদ্দার উপস্থিত ছিলেন।


পদ্মায় দ্বিতীয় স্প্যান বসবে শনিবার


পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান শনিবার খুঁটিতে বসানো
হতে পারে। প্রায় তিন হাজার টন ওজনের এবং ১৫০
মিটার লম্বা স্প্যানটি নিয়ে ভারী একটি ক্রেন গত
শনিবার মাওয়া থেকে রওনা দেয়। জাজিরা প্রান্তের
৩৮ ও ৩৯ নম্বর খুঁটিতে এটি বসানো হবে। এ রকম
৪১টি স্প্যান জোড়া দিয়েই পদ্মা সেতু তৈরি হবে।
গত রোববার স্প্যানটি বসানোর পরিকল্পনা করেছিল
সেতু বিভাগ। কিন্তু ঘন কুয়াশায় নদীতে ক্রেন ও
ভারী যন্ত্রাংশ চলাচল ব্যাহত হওয়ায় এতে কিছুটা দেরি
হচ্ছে। এ ছাড়া সেতুর কাজের জন্য প্রস্তুত করা
চ্যানেলে পানি কম থাকায় স্প্যান নিয়ে ভাসমান
ক্রেনটির ঘুরতে সমস্যা হচ্ছে। তাই ওই স্থানে
নদী খনন করা হচ্ছে।
সেতু বিভাগের কর্মকর্তারা বলেন, গত শনিবার
বিকেলে মাওয়ার নির্মাণস্থল থেকে ইস্পাতের
স্প্যানবাহী ক্রেন জাজিরার দিকে যাত্রা করে।
ক্রেনটি ৩ হাজার ৬০০ টন ওজন বহনের
ক্ষমতাসম্পন্ন। খুঁটির কাছে পৌঁছাতে তিন দিন সময়
লাগার কথা। কিন্তু ঘন কুয়াশার কারণে নির্ধারিত গতিতে
ক্রেনটি গন্তব্যে যেতে পারছে না। বুধবার
স্প্যানটি ৩৩ নম্বর খুঁটির কাছে পৌঁছেছে।

Wednesday, January 24, 2018

শ্রীলঙ্কাকে এতটুকু ছাড় দেবে না বাংলাদেশ

*কাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে ধন্দে শ্রীলঙ্কা।
* ফাইনালে যেতে হলে বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে জিততেই হবে শ্রীলঙ্কাকে।
 * বাংলাদেশ আগেই নিশ্চিত করে ফেলেছে ফাইনাল।

 গত আগস্টের ঘটনা, বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া হাইকমিশনের এক অনুষ্ঠানে তখনকার বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে মিরপুরের উইকেট নিয়ে জিজ্ঞেস করেছিলেন নাথান লায়ন, যিনি নিউ সাউথ ওয়েল ব্লুজে হাথুরুসিংহের শিষ্য ছিলেন। কিন্তু সাবেক ছাত্রকে কোনো সাহায্যই করেননি হাথুরু। প্রতিপক্ষ শিবিরের খেলোয়াড় বলে কথা!

ম্যাচের আগে হাথুরু রহস্য উন্মোচন করতে যাবেন কোন দুঃখে! ঢাকা টেস্টের আগে উইকেট নিয়ে ধন্দেই ছিল অস্ট্রেলিয়া। কয় মাস পর সেই হাথুরুর কি না একই অভিজ্ঞতা হলো! আজ টিম বাস থেকে নেমে শ্রীলঙ্কা দলের কোচ-অধিনায়ক-ম্যানেজার গিয়েছিলেন উইকেট দেখতে। সেখান থেকে ফিরলেন হতাশা নিয়ে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা হবে কোন উইকেটে, সেটি নিশ্চিত হতে না পেরে তাদের মুখ ভার।

সংবাদ সম্মেলনেও বিষয়টি লুকাননি শ্রীলঙ্কান অধিনায়ক দিনেশ চান্ডিমাল, ‘সংবাদ সম্মেলনে আসার আগে আমি, কোচ ও ম্যানেজার পিচ দেখেছি। দুই-তিনটি উইকেট প্রস্তুত করা হচ্ছে। জানি না কোনটিতে খেলা হবে। কাল কোন উইকেট দেবে, সেটার জন্য অপেক্ষায় আছি। ঠিক জানি না কেন এটা জটিল করে তোলা হচ্ছে। যে উইকেটই দেওয়া হোক, আমরা প্রস্তুত।’

শ্রীলঙ্কার জন্য বাঁচা-মরার লড়াই হলেও ম্যাচটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় আগেই ফাইনাল নিশ্চিত হওয়া বাংলাদেশের। পয়েন্ট টেবিল নিয়ে ভাবনা না থাকলেও শ্রীলঙ্কাকে যে এতটুকু ছাড় দিতে চায় না বাংলাদেশ, সেটা উইকেট-রহস্য দেখেই বোঝা যাচ্ছে। কদিন আগে গ্রানাইটে ব্যাটিং অনুশীলনের সুবিধা চেয়েছিলেন হাথুরু। সেটিও দেয়নি বিসিবি। হাথুরুর শ্রীলঙ্কাকে মনস্তাত্ত্বিকভাবে চাপে রাখতে চাইছে বাংলাদেশ। সেই চাপটা হতে পারে মাঠে, কিংবা মাঠের বাইরে। শুধু ত্রিদেশীয় সিরিজ দিয়েই তো হিসাব-নিকাশ শেষ হচ্ছে না। আছে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ বলতে পারে, ‘সিনেমার এখনো অনেক বাকি’!


‘পদ্মাবত’ বাতিলের দাবিতে অগ্নিসংযোগ

* ‘পদ্মাবত’ ছবি মুক্তির আগে ভারতের বিভিন্ন রাজ্যজুড়ে চলছে অস্থিরতা।
* আজ বুধবার সকালে বিক্ষোভকারীরা দিল্লি- জয়পুর মহাসড়ক অবরোধ করে।
* আতঙ্কিত হয়ে হরিয়ানার কয়েকজন হল মালিক ছবিটি প্রদর্শনের ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছেন।
* দিল্লি-আজমির মহাসড়কে গাড়ির টায়ার পুড়িয়ে বিক্ষোভ করে করনি সেনার কর্মীরা।
* মুজাফফর নগরে দুর্বৃত্তরা ব্যাপক ভাঙচুর করেছে।
‘পদ্মাবত’ ছবি মুক্তির এক দিন আগে ভারতের বিভিন্ন রাজ্যজুড়ে চলছে অস্থিরতা। ভারতের সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে করনি সেনা দল ছবিটির মুক্তি আটকানোর জন্য উঠেপড়ে লেগেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর সংগঠনটি সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। হরিয়ানা, গুজরাট ও রাজস্থান রাজ্যে সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবত’ নিষিদ্ধ করা হয়। কিন্তু ভারতের সুপ্রিম কোর্টের আদেশে তা বাতিল হয়েছে। এসব রাজ্যের সিনেমা হলগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়। কিন্তু আজ বুধবার সকালে বিক্ষোভকারীরা দিল্লি- জয়পুর মহাসড়ক অবরোধ করে। এ ছাড়া দিল্লি- আজমির মহাসড়কে গাড়ির টায়ার পুড়িয়ে বিক্ষোভ করে করনি সেনার কর্মীরা। মহারাষ্ট্র ও গুজরাট পুলিশ ইতিমধ্যে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে।

হরিয়ানার গুড়গাঁওয়ের প্রশাসক সিনেমা হলের আশপাশে ২০০ মিটার এলাকায় সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করেছে। এমনকি কোনো ধরনের অস্ত্র নিয়ে এসব এলাকার ধারে কাছেও ঘেঁষা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। আতঙ্কিত হয়ে এই এলাকার কয়েকজন হল মালিক ছবিটি প্রদর্শনের ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছেন। এদিকে মুম্বাই পুলিশ ৩০ জন ও গুজরাট থেকে ৪৪ জন করনি সেনাকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার রাজস্থান ও মধ্য প্রদেশ সরকার ছবিটি নিষিদ্ধের জন্য পুনরায় আপিল করলে সেই আবেদনও খারিজ করে দেন আদালত। এরপর থেকে উত্তর প্রদেশেও ‘পদ্মাবত’ মুক্তি বাতিলের জন্য বিক্ষোভ শুরু হয়। মুজাফফর নগরে এই দাবিতে দুর্বৃত্তরা ব্যাপক ভাঙচুর করে বলে জানা যায়।


এদিকে দেশজুড়ে এমন অস্থিরতার মধ্য দিয়েই গতকাল মুম্বাইয়ে আয়োজন করা হয় ‘পদ্মাবত’ ছবির উদ্বোধনী প্রদর্শনী। গণমাধ্যমকর্মীরা ছাড়াও বলিউডের অনেকে উপস্থিত ছিলেন এই বিশেষ প্রদর্শনীতে। ইতিহাস ও কল্পনার মিশেলে তৈরি এই ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, শহিদ কাপুর, রণবীর সিং ও অদিতি রাও হায়দারিকে। এনডি টিভি


দর্শকদের হাসাতে এসেছেন জিৎ

*আগামী শুক্রবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘ইন্সপেক্টর নটি কে’।

 * জিৎ বললেন, ‘এবার দর্শকদের আনন্দ দিতে এসেছি।’

* ছবিটি বাংলাদেশে বিনিময় চুক্তির আওতায় আমদানি করা হয়েছে।

* ভারতে রপ্তানি করা হয়েছে নাদের চৌধুরী পরিচালিত ‘মেয়েটি এখন কোথায় যাবে’।

* ছবির প্রচারণার অংশ হিসেবে জিৎ আজ ঢাকায় এসেছেন।
 ‘বাদশা’ আর ‘বস টু’—জিৎ অভিনীত দুটি ছবিই ছিল অ্যাকশনে ভরপুর। প্রথম আলোকে জিৎ বলেন, ‘এবার আর মারামারি নয়, ছবি দেখে হলভর্তি দর্শক শুধু হাসবেন। এবার আমি দর্শকদের আনন্দ দিতে এসেছি।’ আজ বুধবার সকালে ঢাকায় এসেছেন ভারতের বাংলা ছবির জনপ্রিয় নায়ক জিৎ। আগামী শুক্রবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে জিৎ ও নুসরাত ফারিয়া অভিনীত নতুন ছবি ‘ইন্সপেক্টর নটি কে’। জানালেন, এই ছবির প্রচারণার জন্য আজ ঢাকায় এসেছেন তিনি। এর ফাঁকে দুপুরে কথা বললেন প্রথম আলোর সঙ্গে। গত শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে অশোক পতি পরিচালিত ছবি ‘ইন্সপেক্টর নটি কে’। জিৎ জানান, প্রথম সপ্তাহে ছবিটি সেখানে ১৫৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তিনি আশা করছেন, দ্বিতীয় সপ্তাহেও ছবিটির প্রদর্শনী হবে প্রায় একইসংখ্যক প্রেক্ষাগৃহে। শুরুতে কথা ছিল, বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি হবে ছবিটি। কিন্তু পরে যৌথ প্রযোজনার নীতিমালায় জটিলতা হওয়ায় ছবিটি বাংলাদেশে বিনিময় চুক্তির আওতায় আমদানি করা হয়েছে। এর বদলে ভারতে রপ্তানি করা হয়েছে নাদের চৌধুরী পরিচালিত ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবিটি।


আজ বুধবার দুপুরে হোটেল সোনারগাঁওয়ে কথা হয় জিতের সঙ্গে। এখানে তিনি বলেন, ছবিটি প্রযোজনা করেছে তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্ম ওয়ার্কস। নতুন এই ছবি নিয়ে এবার তাঁর প্রত্যাশা একটু বেশি। বাংলাদেশে ছবিটি আমদানি করেছে জাজ মাল্টিমিডিয়া। এই প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, এই ছবির প্রচারণার অংশ হিসেবে জিৎ আজ সন্ধ্যায় বিভিন্ন সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন। এ সময় তাঁর সঙ্গে থাকবেন ছবির নায়িকা নুসরাত ফারিয়া।


Tuesday, January 23, 2018

সাব-ইন্সপেক্টর নেবে পুলিশ

বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে জনবল নিয়োগ করা হবে। প্রতিটি বিজ্ঞপ্তিতে পদ খালি থাকা সাপেক্ষে দেড় হাজার থেকে দুই হাজার সদস্য নিয়োগ দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন সানজিদ সাদ
১ জানুয়ারি ২০১৮ তারিখে সাধারণ ও অন্যান্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৯ থেকে ২৭ বছর। মুক্তিযোদ্ধাদের নাতিদের ক্ষেত্রেও এ বয়সসীমা প্রযোজ্য। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ১৯ থেকে ৩২ বছর। পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি। বডি মাস ইনডেক্স অনুযায়ী বয়স ও উচ্চতার সঙ্গে ওজনের সামঞ্জস্য থাকতে হবে। অবিবাহিত ও জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। তালাকপ্রাপ্ত হলে আবেদন করা যাবে না। বিজ্ঞপ্তিটি ছাপা হয়েছে ১৬ জানুয়ারি বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়।  পাওয়া যাবে www.police.gov.bd/en/ recruitment_information ওয়েবলিংকে।

প্রাথমিক শারীরিক পরীক্ষা

পুলিশ হেডকোয়ার্টার্সের রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং বিভাগের অ্যাডিশনাল এসপি মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন জানান, প্রথমে প্রাথমিক শারীরিক পরীক্ষার হবে। পরীক্ষার সময় সঙ্গে নিতে হবে শিক্ষাগত যোগ্যতার সব সনদ, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের দেওয়া চারিত্রিক সনদপত্র, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার সত্যায়িত সদ্য তোলা তিন কপি পাসপোর্ট আকৃতির ছবি, স্থায়ী নাগরিকত্বের সনদপত্র, প্রার্থীর জাতীয় পরিচয়পত্র, না থাকলে মা বা বাবার জাতীয় পরিচয়পত্রের মূল কপি। আরো লাগবে কমপক্ষে তিন সপ্তাহের কম্পিউটার প্রশিক্ষণ সনদের মূলকপি, চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র, কোটায় আবেদনকারীদের সংশ্লিষ্ট কোটার সনদের মূলকপি ও তা প্রমাণের জন্য প্রয়োজনীয় প্রত্যয়নপত্র। শারীরিক মাপ পরীক্ষায় বিজ্ঞপ্তির বর্ণনা অনুযায়ী উচ্চতা, বুকের প্রস্থ, বয়সের সঙ্গে ওজনের সামঞ্জস্য দেখা হয়। পরের ধাপে ফিটনেস যাচাই পরীক্ষায় দৌড়, লং জাম্প ও রশি দিয়ে ওঠার পরীক্ষায় অংশ নিতে হবে। শারীরিক মাপ পরীক্ষার সময় ব্যায়ামের উপযোগী ঢিলেঢালা পোশাক সঙ্গে রাখতে পারেন। প্রাথমিক শারীরিক পরীক্ষায় উত্তীর্ণদের আবেদন ফরম সংগ্রহ করতে হবে নিজ নিজ রেঞ্জের ডিআইজি কার্যালয় থেকে। পূরণ করে ১৯ ফেব্রুয়ারির মধ্যে একই কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দিতে হবে। পরে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এ সময় প্রবেশপত্র দেওয়া হবে। লিখিত মৌখিক পরীক্ষার সময় সঙ্গে রাখতে হবে প্রবেশপত্র।

লিখিত পরীক্ষা 

এসআই নিয়োগের লিখিত পরীক্ষা হয় ২২৫ নম্বরের। ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশনে থাকে ১০০ নম্বর, সাধারণ জ্ঞান ও পাটিগণিতে ১০০ নম্বর ও মনস্তত্ত্বে ২৫ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। মোহাম্মদ মাহফুজুর রহমান আল- মামুন জানান, সাধারণত এসএসসি ও এইচএসসি লেভেলের ছাত্রছাত্রীদের উপযোগী প্রশ্ন করা হয়। তবে এসএসসি লেভেলের প্রশ্নই বেশি থাকে। পাস করতে পেতে হবে ৪৫ শতাংশ নম্বর। 

ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন

 ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন পরীক্ষা হবে ১৯ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। মোহাম্মদ মাহফুজুর রহমান আল- মামুন জানান, ১০০ নম্বরের মধ্যে ইংরেজিতে ৫০ নম্বর ও বাকি ৫০ নম্বরের প্রশ্ন থাকে বাংলা রচনা ও কম্পোজিশনে। ইংরেজি অংশে সাধারণত একটি ১৫ নম্বরের Essay থাকে। Phrase and Idioms দেওয়া থাকে। এগুলো দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হয়। এখানে সাধারণত ১০ নম্বর থাকে। ইংরেজিতে একটি Letter লিখতে হয়, এতেও ১০ নম্বর বরাদ্দ থাকে। ছাড়া ৫ নম্বরের Fill in the blanks থাকে। ১০ নম্বরের Translation থাকে। বাংলা রচনা ও কম্পোজিশন অংশে ১৫ নম্বরের একটি বাংলা রচনা লিখতে হয়। ভাব সম্প্রসারণে থাকে ১০ নম্বর। বাগধারা দিয়ে বাক্য তৈরি করতে বলা হয়, এতে থাকে ১০ নম্বর। এককথায় প্রকাশেও থাকে ৫ নম্বর। বঙ্গানুবাদে বরাদ্দ থাকে ১০ নম্বর। ইংরেজি অংশের প্রস্তুতিতে কাজে দেবে পিসি দাশের ‘অ্যাপলাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন’ ও প্রফেসরস প্রকাশনীর ‘ইংলিশ ফর কমপিটেটিভ এক্সাম’ বই দুটি। 

সাধারণ জ্ঞান ও পাটিগণিত

 মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন জানান, পাটিগণিত ও সাধারণ জ্ঞানে ৫০ করে মোট ১০০ নম্বর। পরীক্ষা হবে ২০ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। সকাল সাড়ে ১০টায়। পাঁচটি প্রশ্ন দিয়ে সাজানো হতে পারে গণিত অংশ। পাটিগণিত ছাড়াও বীজগণিত ও জ্যামিতি থেকেও প্রশ্ন হতে পারে। প্রশ্ন আসে সুদকষা, লাভক্ষতি, ঐকিক নিয়ম, সরল, শতকরা, উত্পাদক, মান নির্ণয় থেকে। অষ্টম শ্রেণির গণিত বইয়ের পাটিগণিত অংশ ও বিভিন্ন শ্রেণির পুরনো সিলেবাসের পাটিগণিত অনুশীলন করলে ভালো কাজে দেবে। সাধারণ জ্ঞানে দুটি অংশ—বাংলাদেশ ও আন্তর্জাতিক। এসআই পদে সদ্য নিয়োগ পাওয়া আহমেদ সুমন জানান, সাম্প্রতিক ইস্যু থেকে বেশি প্রশ্ন করা হয়। যেমন রোহিঙ্গা সমস্যা, জেরুজালেম পরিস্থিতি, সিরিয়া সংকট, উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ব্রেক্সিট সম্পর্কে প্রশ্ন আসতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকেও প্রশ্ন হতে পারে। সাধারণত মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সংবিধান, উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, আলোচিত ঘটনা, স্থাপনা, ঐতিহাসিক স্থান প্রশ্ন থাকে। সংক্ষিপ্ত প্রশ্নের পাশাপাশি বর্ণনামূলক প্রশ্নও আসে। টিকা, এককথায় প্রকাশও থাকতে পারে। এসআই নিয়োগ গাইড, অষ্টম ও নবম-দশম শ্রেণির গণিত, সাধারণ বিজ্ঞান বই ও বিসিএস লিখিত সাধারণ বিজ্ঞান গাইড পড়লে কাজে দেবে। সাধারণ জ্ঞানের জন্য আজকের বিশ্ব, নতুন বিশ্ব, সাম্প্রতিক বিষয়ের জন্য সাধারণ জ্ঞানবিষয়ক মাসিক বা তথ্যভিত্তিক সাময়িকী সহায়ক হবে।

 মনস্তত্ত্ব পরীক্ষা

 মনস্তত্ত্ব পরীক্ষা হবে ২১ মার্চ সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত। আইকিউ ও কুইজ টাইপের প্রশ্ন থাকতে পারে ২৫ নম্বরের মনস্তত্ত্ব পরীক্ষায়। পাটিগণিত ও জ্যামিতির ধাঁধাও দেওয়া হয় অনেক ক্ষেত্রে। বেশি প্রশ্ন আসে সাদৃশ্য, বৈসাদৃশ্য শব্দ বা সংখ্যা চিহ্নিতকরণ, সমস্যার সমাধান, সম্পর্ক নির্ণয়, গাণিতিক যুক্তি অভীক্ষা, ভারবাল রিজনিং থেকে। প্রশ্ন হতে পারে সাধারণ জ্ঞান, পূর্ণ রূপ, সঠিক উত্তর, সংক্ষিপ্ত টিকা থেকেও। একটি সিরিজ যেমন ১, ৩, ৫, ৭... দিয়ে বলা হতে পারে এর পরের ধাপ কী? এসআই রিক্রুটিং গাইডের মনস্তত্ত্ব অংশ, আইবিএ ভর্তি ও বিসিএস পরীক্ষার মানসিক দক্ষতা অংশ অনুশীলন করলে কাজে দেবে। 

মৌখিক পরীক্ষা

মনস্তত্ত্ব ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ডাকা হবে মৌখিক পরীক্ষায়। পাস নম্বর ৪৫ শতাংশ। মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন জানান, একজন প্রার্থী স্নাতক পর্যন্ত যা পড়েছে, যা দেখেছে, যা শুনেছে, তা থেকেই প্রশ্ন আসবে। এতে মনস্তত্ত্ব, মেন্টাল গ্রোথও দেখা হয়।  প্রশ্ন করা হতে পারে, ১০০ জন মানুষ বিশৃঙ্খলা করছে, দুইজন পুলিশ সদস্যকে নিয়ে কিভাবে বিষয়টি সামাল দেবেন? মৌখিক পরীক্ষার নির্দিষ্ট কোনো বিষয় নেই। ধরা যাক, আইনে পড়েছেন, এ বিষয় থেকে প্রশ্ন করা হতে পারে। নিজ জেলা সম্পর্কিত প্রশ্নও হতে পারে।

'পদ্মাবত' দেখে মুগ্ধ সমালোচকরা

পদ্মাবত মুক্তি পেতে হাতে আরও একটা দিন। ভারতজুড়ে ২৫ জানুয়ারি এবং কলকাতায় ২৪ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার পরই মুক্তি বনশালির সিনেমা। দীর্ঘ বিতর্কের কারণে সিনেমাটি নিয়ে খুব স্বাভাবিক ভাবেই সিনেমাপ্রেমী আগ্রহ তুঙ্গে। তবে বিশেষ প্রদর্শনীতে ফিল্ম সমালোচকরা ইতিমধ্যেই দেখে ফেলেছেন সিনেমাটি। তরণ আদর্শ, রমেশ বালা থেকে থেকে শুরু করে খ্যাতনামা ফিল্ম সমালোচকরা। তরণ আদর্শ সিনেমাটি ৫এর মধ্যে সাড়ে ৪ দিয়েছেন। তাঁর কথায় সিনেমাটি 'আউটস্যান্ডিং', 'মাস্টারপিস'। ফিল্ম সমালোচকদের কথায়, 'পদ্মাবত' রাজা রাওয়াল রতন সিং রূপে শাহিদ কাপুর, রানি পদ্মীনী রূপে দীপিকা পাড়ুকোনের অভিনয় তো প্রশংসার দাবি রাখেই। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে আলাউদ্দিন খলজি রণবীরের অভিনয়। বেশ বোঝা যাচ্ছে তিনি এই চরিত্রের মধ্যে ঢোকার জন্য কতটা পরিশ্রম করেছেন। অন্যদিকে ফিল্ম সমালোচক রমেশ বালার সিনেমাটিকে অকল্পনীয় সুন্দর বলে ব্যাখ্যা দিয়েছে। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আলাউদ্দিন খলজি রূপী রণবীর সিংয়ের। তাঁর কথায় সিনেমাটি না দেখলে বিশ্বাসই করা যাবে না যে এটা কতটা অসাধারণ। তিনিও সিনেমাটিকে সর্বক্ষেত্রে ৫এর মধ্যে সাড়ে ৪ দিয়েছেন। সিনেমাটির চিত্রনাট্য, থেকে শুরু করে মিউজিক, কোরিওগ্রাফি সবকিছুতেই ছাপিয়ে গেছেন বনশালি। আর সবথেকে বড় কথা, 'পদ্মাবত' নিয়ে রানি পদ্মিনীকে ছোট করার যে অভিযোগ উঠেছিল, সেই অভিযোগ সিনেমাটি দেখলে এক ঝটকায় বদলে যাবে বলেই দাবি করেছেন ফিল্ম সমালোচকরা। অভিযোগের তো কোনও প্রশ্নই নেই উপরন্তু 'পদ্মাবত' রাজপুতদের গৌরবোজ্জ্বল ইতিহাসকে আরও বেশি করে সামনে এনেছে বলে মনে করেছেন ফিল্ম সমালোচকরা। তাঁদের কথায় সিনেমাটি দেখে রাজপুত সহ সকল ভারতীয়দেরই গর্ব হওয়া উচিত বলেই মনে করছেন সকলে। জিনিউজ

বাংলাদেশে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে পরীক্ষার সময় ফেসবুক বন্ধ রাখার পরিকল্পনা

বাংলাদেশে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে শিক্ষা মন্ত্রণালয় ১লা ফেব্রুয়ারিতে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষার সময় ফেসবুক বন্ধ রাখার পরিকল্পনা করছে।
এজন্য তারা টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি সাথে কথাবার্তা শুরু করেছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলছেন, শুধুমাত্র পরীক্ষার দিনগুলিতে এই পদক্ষেপ কার্যকর করা হবে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, প্রশ্নপত্র ফাঁসের সমস্যার মূলে আঘাত না করে সরকারের এই প্রচেষ্টা কোন যৌক্তিক সমাধান হতে পারে না। বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে অনেক আলোচনা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় বা কর্তৃপক্ষ প্রশ্ন ফাঁসের জন্য কোচিং সেন্টার এবং শিক্ষকসহ বিভিন্ন পক্ষকে দায়ী করেছে। এসব নিয়েও অনেক বিতর্ক হয়েছে। এবার শিক্ষা মন্ত্রণালয় আসন্ন এসএসসি এবং সমমানের পরীক্ষার সময় প্রশ্ন ফাঁস ঠেকাতে ফেসবুক বন্ধ রাখার পরিকল্পনা করছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এসএসসি পরীক্ষার দিনগুলোতে একটা লিমিটেড সময়ের জন্য ফেসবুক বন্ধ রাখার ব্যাপারে তাঁরা টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে কথা বলছেন। ফেসবুক যারা পরিচালনা করে, তাদেরকেও এবিষয়ে অনুরোধ করা হচ্ছে বলে মন্ত্রী উল্লেখ করেছেন। "ফেসবুকের মাধ্যমে পরীক্ষার প্রশ্ন লেনদেন আমরা বন্ধ করতে চাইছি। হাঁ, না জবাবের অনেক প্রশ্ন আছে। সেগুলো ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। এগুলো যাতে না ছড়ায় অথবা মিথ্যা রটাতে না পারে, এসব কারণে। পরীক্ষা শুরুর আগমুহূর্ত থেকে এক দেড় ঘণ্টা ফেসবুক বন্ধ রাখার কথা আমরা ভাবছি।" পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে পুরো মাস জুড়ে এসএসসি এবং সমমানের পরীক্ষা হওয়ার কথা রয়েছে। মন্ত্রী বলছেন,পরীক্ষা শুরুর পর ফেসবুকের মাধ্যমে প্রশ্ন ফাঁস করে তা ছড়িয়ে দেয়ার যে চেষ্টা করা হয়, তার বিরুদ্ধেই তারা এমন পদক্ষেপ নিচ্ছেন। লেখক এবং অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল বলেছেন, এ ধরনের পদক্ষেপ কতটা কার্যকর হবে, তা নিয়ে তাঁর সন্দেহ রয়েছে। "এটা যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নয় অবশ্যই। যদি সত্যিই বন্ধ করতে পারেন, আমার কোন আপত্তি নাই। কিন্তু যখন দেখা যাবে, আমি ফেসবুকটা বন্ধ করে দিলাম, প্রশ্ন ফাঁস অন্যভাবে হলো, তাহলে তো লাভ হলো না। কাজেই ফেসবুক বন্ধ করলেই যে এটা বন্ধ হবে, আমি এটা নিশ্চিত না।"

মাশরাফি ও সাকিবের জোড়া আঘাত

♦মাশরাফির জোড়া আঘাতের মাঝে সাকিব ও পরপর দুই বলে দুই উইকেট তুলে নেন।
মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় জিম্বাবুয়েকে জয়ের জন্য ২১৭ রানের সাদামাটা লক্ষ্য ছুড়ে দিয়েছিল বাংলাদেশ। অর্থাৎ শেরেবাংলা স্টেডিয়ামে আজ বোলারদের পরীক্ষার দিন। এ চ্যালেঞ্জ নিয়ে বল হাতে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি মুর্তজা। শুরুতেই আঘাত হেনেছেন বাংলাদেশ অধিনায়ক। তুলে নেন জিম্বাবুয়ের ওপেনার হ্যামিল্টন মাসাকাদজাকে। এরপর ১০তম ওভারে ক্রেগ আরভিনকেও ফেরান মাশরাফি। এবারও সেই প্রথম স্লিপ, আর ক্যাচ ধরেছেন সেই সাব্বির-ই! মাশরাফির এই জোড়া আঘাতের মাঝে সাকিবও পরপর দুই বলে দুই উইকেট তুলে নেন। সপ্তম ওভারে তাঁর পঞ্চম ডেলিভারিটি পড়তে পারেননি সলোমন মিরে। বলটি কিছুটা থেমে নিচু হয়ে আঘাত হানে স্টাম্পে। পরের বলেই ব্রেন্ডন টেলরকে এলবিডব্লুর ফাঁদে ফেলে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন সাকিব। কিন্তু তাঁর পরের ওভারের প্রথম বলে সেটি আর হয়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর ৪ উইকেটে ৩৪ রান। ব্যাট করছিলেন পিটার মুর (০*) ও সিকান্দার রাজা (৪*)। ২২০ রানের কম করে বাংলাদেশ এর আগে জিতেছে মাত্র তিনবার। এর মধ্যে ঘরের মাঠে দুইবার এবং বিদেশে একবার। ২০১০ সালে শেরেবাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ১৭৪ রান করেও ৩ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। পরের বছর একই ভেন্যুতে আয়ারল্যান্ডের বিপক্ষে ২০৫ রান করেও ২৭ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। এ দুটি ম্যাচেই অধিনায়ক ছিলেন সাকিব। আজ মাশরাফি ও সাকিব যেমন শুরু করেছেন, তাতে ২২০ রানের কম করে চতুর্থ জয় তুলে নিতেই পারে বাংলাদেশ।