Search This Blog

Tuesday, January 23, 2018

মাশরাফি ও সাকিবের জোড়া আঘাত

♦মাশরাফির জোড়া আঘাতের মাঝে সাকিব ও পরপর দুই বলে দুই উইকেট তুলে নেন।
মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় জিম্বাবুয়েকে জয়ের জন্য ২১৭ রানের সাদামাটা লক্ষ্য ছুড়ে দিয়েছিল বাংলাদেশ। অর্থাৎ শেরেবাংলা স্টেডিয়ামে আজ বোলারদের পরীক্ষার দিন। এ চ্যালেঞ্জ নিয়ে বল হাতে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি মুর্তজা। শুরুতেই আঘাত হেনেছেন বাংলাদেশ অধিনায়ক। তুলে নেন জিম্বাবুয়ের ওপেনার হ্যামিল্টন মাসাকাদজাকে। এরপর ১০তম ওভারে ক্রেগ আরভিনকেও ফেরান মাশরাফি। এবারও সেই প্রথম স্লিপ, আর ক্যাচ ধরেছেন সেই সাব্বির-ই! মাশরাফির এই জোড়া আঘাতের মাঝে সাকিবও পরপর দুই বলে দুই উইকেট তুলে নেন। সপ্তম ওভারে তাঁর পঞ্চম ডেলিভারিটি পড়তে পারেননি সলোমন মিরে। বলটি কিছুটা থেমে নিচু হয়ে আঘাত হানে স্টাম্পে। পরের বলেই ব্রেন্ডন টেলরকে এলবিডব্লুর ফাঁদে ফেলে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন সাকিব। কিন্তু তাঁর পরের ওভারের প্রথম বলে সেটি আর হয়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর ৪ উইকেটে ৩৪ রান। ব্যাট করছিলেন পিটার মুর (০*) ও সিকান্দার রাজা (৪*)। ২২০ রানের কম করে বাংলাদেশ এর আগে জিতেছে মাত্র তিনবার। এর মধ্যে ঘরের মাঠে দুইবার এবং বিদেশে একবার। ২০১০ সালে শেরেবাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ১৭৪ রান করেও ৩ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। পরের বছর একই ভেন্যুতে আয়ারল্যান্ডের বিপক্ষে ২০৫ রান করেও ২৭ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। এ দুটি ম্যাচেই অধিনায়ক ছিলেন সাকিব। আজ মাশরাফি ও সাকিব যেমন শুরু করেছেন, তাতে ২২০ রানের কম করে চতুর্থ জয় তুলে নিতেই পারে বাংলাদেশ।

No comments:

Post a Comment